‘Mudra’ of dance // নৃত্যের 'মুদ্রা'

  ‘Mudra’ of dance  // নৃত্যের 'মুদ্রা' 

মুদ্রা (নৃত্য)


ঊর্ধ্বক্রমবাচকতা | অঙ্গভঙ্গি | সঞ্চলন | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন বিমূর্ত সত্ত সত্তা |}

ভারতীয় নৃত্যকলায় ব্যবহৃত বিভিন্ন প্রকার হস্ত ও আঙুলের বিন্যাসন। মুদ্রাকে কেউ কেউ হস্তও বলে থাকেন। মুদ্রা তিন প্রকার। যথা

১. 
অসংযুক্ত হস্তমুদ্রাএই মুদ্রা এক হাতে সম্পন্ন হয়।
২. সংযুক্ত মুদ্রা: উভয় হাতে যে মুদ্র তৈরি করা হয়।
৩. অন্যান্য মুদ্রা : অসংযুক্ত ও সংযুক্ত মুদ্রা ছাড়া আরো এক প্রকার মুদ্রা ভারতীয় নৃত্য শাস্ত্রে  ব্যবহৃত হয়। এই মুদ্রাগুলিতে হস্তদ্বয় বিযুক্তভাবে একই সাথে একটি রূপের প্রকাশ ঘটায়।

 

মুদ্রা তালিকা
 

অঙ্কুশমুদ্রা
অঞ্জলি মুদ্রা
অরাল মুদ্রা
অর্ধচন্দ্র মুদ্রা
অর্ধপতাক
অর্ধসূচী
অলপদ্ম

কটক মুদ্রা
কটকাবর্ধন মুদ্রা

কটকামুখ মুদ্রা
কপিত্থ মুদ্রা
কর্কট মুদ্রা
কর্তরীমুখ মুদ্রা
কর্তরীস্বস্তিক মুদ্রা
কপোত মুদ্রা
কাঙ্গুল মুদ্রা
কীলক মুদ্রা
কূর্ম মুদ্রা
খট্বা মুদ্রা
গরুড় মুদ্রা
চতুর মুদ্রা

চন্দ্রকলা মুদ্রা
তাম্রচূড় মুদ্রা
ত্রিশূল মুদ্রা
নাগবন্ধ মুদ্রা
পতাক মুদ্রা
পদ্মকোষ মুদ্রা
পল্লী মুদ্রা
পাশ মুদ্রা
পুস্পপুট মুদ্রা
বরাহ মুদ্রা
ব্যাঘ্র মুদ্রা
ভেরুণ্ড
ভ্রমর মুদ্রা

মৎস্য মুদ্রা
ময়ুর মুদ্রা
মুকুল মুদ্রা
মুষ্টি মুদ্রা
মৃগশীর্ষ
শকট মুদ্রা
শঙ্খ মুদ্রা

শিখর মুদ্রা
শিবলিঙ্গ মুদ্রা
শুকতুণ্ড মুদ্রা
সন্দংশ
 মুদ্রা
সম্পুট মুদ্রা

সর্পশীর্ষ
সিংহমুখ
সূচী মুদ্রা

স্বস্তিকা মুদ্রা
হংসপক্ষ মুদ্রা
হংসাস্য মুদ্রা

Comments

Popular posts from this blog

Drama and Art Education // নাটক এবং শিল্পশিক্ষা

শিল্পের উপাদান

Practicum Paper: Calendar Chart on Various Musical Instruments